মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এসব মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ উদ্দিন বলেন, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আমরা আগুন নিয়ন্ত্রণে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন, আইডিয়াল টেক্সটাইল মিলের ৪র্থ তলায় আটকে পড়া চার শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
এদিকে, ঘটনার পারপরই জেলা প্রশাসক সায়লা ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসকের নির্দেশে আইডিয়াল টেক্সটাইল মিলের জিএমসহ চার কর্মকর্তাকে আটক করা হয়েছে।
অপরদিকে, জেলা প্রশাসক নিহত শ্রমিকদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে বলে জানিয়েছেন।