২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৩৪
মুন্সিগঞ্জে জাল নোট সহ দুই নারী আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ ফেব্রুয়ারি, ২০২০, আরিফ হোসেন হারিছ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাল নোট সহ দুই নারী কে আটক করেছে পুলিশ।

সিরাজদিখান থানা সূত্রে জানা যায়, শনিবার (২২ ফেব্রুয়ারী ঢাকা থেকে সিরাজদিখান গামী সিরাজদিখান পরিবহনের গাড়ির কন্টাকটার ভাড়া চাইলে দুই নারী ভাড়ার ১ হাজার টাকার জাল নোট দেয় কন্টাকটারের জাল নোট সন্দেহ হলে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের তল্লাশি করে ৬ টি ১ হাজার টাকার জাল নোট পেলে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর গ্রামের (কাজী বাড়ী) মোবারক হোসেন মেয়ে মোসাঃ খুসবো বেগম (২৬) অপর নারী মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানার পাঁচগাও গ্রামের (সিকদার বাড়ী) মনির সিকদারের মেয়ে মোসাঃ সিমা বেগম (২০)।

এবিষয়ে সিরাজদিখান থানা ডিউটি অফিসার এস আই শেখ আশরাফুল আলম জানান, তাদের কাছ থেকে ৬ টি ১ হাজার টাকার নোট পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

error: দুঃখিত!