মুন্সিগঞ্জ সদরের পৌরসভার চরশিলমন্দি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে।
আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ২ জন নারী সহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, অরবিন্দ মন্ডল (৫৫), পিতাঃ রাজেন্দ্র চন্দ্র মন্ডল, কনিকা রানী মন্ডল (৪৫), স্বামীঃ অরবিন্দ মন্ডল, স্বর্মীলা রানি মন্ডল (৪৫) স্বামীঃ দিনেশ মন্ডল, সুণীল মন্ডল, পিতাঃ রাজেন্দ্র চন্দ্র মন্ডল, সজিব চন্দ্র মন্ডল (২৮) পিতাঃ অরবিন্দ্র মন্ডল। তারা সকলেই বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত কনিকা রানী মন্ডল ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘পূর্বপরিকল্পিত এ হামলায় স্থানীয় আলমগীর বেপারী, মহসিন বেপারী ও রাবেয়া খাতুনের নেতৃত্বে ৭-৮ জন অংশ নেয়।’
হামলার সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা ছিলো বলে তিনি জানান।
হামলায় আহত অরবিন্দ মন্ডল ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘অভিযুক্ত আলমগীর ও তার বাহিনী এর আগেও বিভিন্নভাবে আমাদের হেনস্থা করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার মধ্যেই তারা আজ এই অতর্কিত হামলার ঘটনা ঘটায়’
হামলার বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।