২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:৩২
মুন্সিগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবকের ৩ মাসের কারাদন্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২২ নভেম্বর, ২০১৯, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় কলিমউল্লা কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৩মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১নভেম্বর) গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন বেপারী মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাসিন্দা।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, গতকাল দুপুরে ঐ ছাত্রী বাড়ি যাচ্ছিল। এ সময় সাজ্জাদ মেয়েটিকে উত্ত্যক্ত করেন। একপর‌্যায়ে মেয়েটি চিৎকার দিলে স্থানীয় লোকজন ও কলেজ কতৃপক্ষ উত্ত্যক্তকারীকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। বিকেলে ভ্রাম্যমান আদালত তাকে কারাদন্ড প্রদান করে।

error: দুঃখিত!