২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:৪২
মুন্সিগঞ্জে চিংড়িতে জেলি মিশানোর অপরাধে আটক ৫
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৬ সেপ্টেম্বর, ২০১৯, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়ৎ থেকে জেলিযুক্ত আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ২৫০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১-এর কমান্ডার মো. সাইফুর রহমানের নেতৃত্বে চিংড়িসহ ৫ জনকে আটক করা হয়।

এসময় লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

অভিযুক্তরা হলেন,শান্তি দাস (৬৫), ভজন লাল দাস (৫৮), জাকির খান (২৮), সোহাগ খান (২৮) ও রনি মালো (২৪)।


শান্তি দাস, ভজন লাল দাস, জাকির খাঁন ও সোহাগ খাঁন লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীমন্ডল গ্রামের এবং রনি মালো ঝাউটিয়া গ্রামের বাসিন্দা। জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) ইদ্রিস আলীর নেতৃত্বে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

error: দুঃখিত!