মুন্সিগঞ্জ ১৮ সেপ্টেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় নাহিদা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামীকে আটক করেছে।
মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার তন্তর ইউনিয়নের পানিয়া গ্রামের সামাদ খানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাহিদা পানিয়া গ্রামের কাউছার খানের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সামাদ খানের ছেলে কাউছারের সাথে পানিয়া গ্রামের নুরুজামান শেখের মেয়ে নাহিদার সাথে দেড় বছর পূর্বে বিয়ে হয়। মঙ্গলবার রাতে নাহিদা গলায় ওড়না পেচিয়ে বসত ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমনটাই দাবি করেন স্বামী কাউছার।
শ্রীনগর থানার এসআই মো. আলী জিন্নাহ বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। কাউছারকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।