৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৭:২২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গৃহবধুর আত্মহত্যা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আলদী গ্রামে এক গৃহবধু আত্নহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্বার করেছে পুলিশ।

জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার চুড়াইন গ্রামের ইউসুফ শিকদারের মেয়ে ১ সন্তানের জননী রাবেয়া আক্তার ওরফে সোনালীর (২৪) সাথে ৭বছর পূর্বে প্রেমর সম্পর্কের জের ধরে বরিশাল জেলার হিজলা উপজেলার শ্রীপুর গ্রামের ইউনুছ সরদারের প্রবাসী ছেলে জাহাঙ্গীরের সাথে বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামীর সংসারে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগে থাকতো। পরে স্বামী জাহাঙ্গীর তার স্ত্রীকে নিয়ে ৫ বছর পূর্বে টংগিবাড়ী উপজেলার পূর্ব আলদী গ্রামে করিম বেপারীর বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছে।

এর কিছু দিন পর একই বাড়িতে নিহত রাবেয়া আক্তার সোনালীর ভাসুর, শশুড়, শাশুড়ি পাশের ঘর ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন। এরপর থেকেই ভাসুর, শশুর শাশুড়ি প্রায়ই নিহতকে শারীরিক ও মানসিকভাবে নিযার্তন করতো।

এই ঘটনায় কয়েকবার স্থানীয়ভাবে শালিসী বিচার হয়।

গত বুধবার (২২ই এপ্রিল) রাতে একটি মোবাইলের মেমরী কার্ডকে কেন্দ্র করে ইমুতে স্বামীর সাথে তার কথা কাটাকাটি হয়। এ সময় ভাসুর আলমগীর সরদার রাবেয়া আক্তার সোনালীকে মারধর করে।

বৃহস্পতিবার সকালে রাবেয়া আক্তার সোনালীর ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির আন্যান্য ভাড়াটিয়ারা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে গলায় ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে সে।

টংগিবাড়ী থানার এস আই নুর আলম জানান, লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাবেয়া আক্তার সোনালী মৃতুর পূর্বে একটি চিরকুট লিখে গেছে।

error: দুঃখিত!