মুন্সিগঞ্জ, ২ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে দুই দিনের ব্যবধানে আবারো চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আজিমপুরা নামক স্থানে অটো চালক মোঃ ফারুক হোসেন বেপারী (৩৮) নামের অটো চালকের গলা কেটে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।
ছিনতাইয়ে ঘটনার সাথে জড়িত সাইফুল কবির (১৯). মোঃ শাহদাত হোসেন (১৯). বাবুল সর্দার (২৫) নামের ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত অটো চালক মো: ফারুক হোসেন বেপারী শহরের পশ্চিম গনকপাড়া এলাকার মো: সিরাজ বেপারীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অটো চালক মোঃ ফারুক হোসেন বেপারীর গলা কেটে অটো ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাই কারীরা। পরে গুরুতর অবস্থায় রাস্তায় পরে থাকা অটো চালকের চিৎকারের আশ পাশের লোকজন এগিয়ে এসে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার বাবা সিরাজ মিয়াকে সাথে নিয়ে অটো ছিনতাইয়ের সাথে জড়িত ৩ ছিনতাই কারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ছিনতাইকারীদের তথ্যেরে ভিত্তিতে ছিনতাইকালে ব্যবহৃত ধারালো সুইচ গিয়ার ও ছিনতাই কৃত অটোটি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমান বলেন, আহত অটোচালক ফারুকের অবস্থা এখন ভালো। তার দেয়ার তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে জেলার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা-হলদিয়া সড়কের চাঁন খাঁর ব্রিজের সামনে ধারালো ছুরিকাঘাতে অটো চালক আশরাফুলের গলা কেটে গুরুতর জখম করে অটো নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, গুরুতর আহত অবস্থায়, জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়। সেই ঘটনার সাথে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।