মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে কৃষক সেজে মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি এলাকা থেকে অভিনব কৌশল অবলম্বন করে আল-আমিন বেপারী ও আনিস বেপারী নামের দুই পলাতক আসামীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, মুন্সিগঞ্জ সদর থানার মামলা নং ৩১ (১১)২০২০ এর এজাহারনামীয় পলাতক আসামি খাসকান্দী গ্রামের এই দুই আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।