মুন্সিগঞ্জ ২২ সেপ্টেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংহগবাড়ীতে ৩ হাজার মিটার কারেন্ট জাল সহ ফরহাদ (২৩) নামের একজনকে আটক করা হয়েছে ।
শনিবার সকাল ৭টায় উপজেলার বাহেরপাড়া এলাকা থেকে কমিউনিটি পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়।
সে সদর উপজেলার মিরকাদিম এলাকার নাজিমউদ্দিনের ছেলে।
টংগিবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন পিপিএম জানান, কমিউনিটি পুলিশের সহায়তায় তাকে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক মাসের কারদন্ড দেওয়া হয়েছে।