১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৩:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে করোনা আইসোলেশন সেন্টারে তিনজনের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে বুধবার সকালে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছিল, অন্য দুজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, আজ (৩জুন) আইসোলেশন সেন্টারে মারা গেছেন টংগিবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের মাসুদ হোসেন (৫৫)। তার করোনা শনাক্ত হয়েছিল ২৯ মে।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৩১ মে মুন্সিগঞ্জ শহরের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল দশটার দিকে তিনি মারা যান।

প্রায় একই সময়ে আইসোলেশন সেন্টারটিতে মারা যান সদর উপজেলার মুক্তারপুরের জহিরুল ইসলাম (৪৫)। করোনার উপসর্গ নিয়ে তিনি ৩১ মে ভর্তি হয়েছিলেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরদিন ঢাকায় পাঠানো হয়। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার আগেই তিনি মারা যান।

অন্যদিকে বুধবার ভোরে একই আইসোলেশন সেন্টারে মারা যান মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর গ্রামের সিরাজুল ইসলাম (৪০)। 

তিনি করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন সেন্টারে ভর্তি হন মঙ্গলবার দুপুরে। সেদিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু কয়েক ঘন্টা পরই তার মৃত্যু হয়।

error: দুঃখিত!