মুন্সিগঞ্জ, ১৬ জুলাই, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০৯ জনের।
জেলা করোনা ইউনিটে গত বুধবার (১৪ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন মুন্সিগঞ্জ শহরের দেওভোগ এলাকার মমতাজ বেগম (৯০)। ঐদিনই তিনি মারা যান।
গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ৬৫ জন জন, টংগিবাড়ীতে ৩ জন, সিরাজদিখানে ২ জন, লৌহজংয়ে ৫ জন, শ্রীনগরে ১৯ জন ও গজারিয়ায় ১৫ জন।
মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫০ জন, সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ২৮৬ জন, মৃতের সংখ্যা ৭৬ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ৫৫ হাজার ৫৬০ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৩৩ হাজার ২০০ জন।