২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:৫৫
মুন্সিগঞ্জে এবার শারীরিক অক্ষম কিশোরীকে ধর্ষণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের সদর উপজেলার রামপালের বল্লাল বাড়িতে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক অক্ষম এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে।

এ  ঘটনায় শুক্রবার রাতে দুইজনকে আটক করা হয়েছে ।

আটকরা হলেন, ধর্ষক ইমরান শেখ ও তার ভগ্নিপতি বল্লাল বাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে আল আমিন । ধর্ষক ইমরান পশ্চিম রতনপুরের মালেক শেখের ছেলে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আলমগীর জানান, পহেলা বৈশাখে বল্লাল বাড়িতে এক কিশোরীকে ধর্ষণ করা হয়। ইমরান শেখ প্রেমের অভিনয় করে কিশোরীর বাড়িতে যায়। বাড়িতে ঐ কিশোরীর মা না থাকার সুযোগ নেয় ধর্ষক। পরে বিষয়টি জানাজানি হলে ধর্ষকের ভগ্নিপতি আল আমিন বিষয়টি ফয়সালার কথা বলে থানায় আসতে বারণ করে, সময়ক্ষেপণ করে।

শুক্রবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

error: দুঃখিত!