২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:০৪
মুন্সিগঞ্জে উচ্চমাত্রার হর্ণ ব্যবহার করায় ৭টি যানবাহনকে জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ নভেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে উচ্চমাত্রার হর্ণ ব্যবহার করায় ৭টি যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোবারক হোসেন জানান, প্রতিটি যানবাহনে সর্বোচ্চ ৮৫ ডেসিবেল শব্দ থাকার কথা৷ কিন্তু অভিযানে দেখা যায় যানবাহনগুলোতে মাত্রার চাইতে বেশি ডেসিবেলের হর্ণ ব্যবহার করা হচ্ছে।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া হাইওয়ের চন্দ্রেরবাড়ী বাজার মোড়ে এই অভিযান পরিচালনা করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ।

তিনি জানান, গ্রহণযোগ্য মানমাত্রার বাইরে থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি বাসকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উচ্চমাত্রার হর্ণ ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

error: দুঃখিত!