মুন্সিগঞ্জ, ২১ আগষ্ট, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ১১০ পিস ইয়াবাসহ মাহাবুব আলম (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
শুক্রবার (২১ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার রব নগরকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাহাবুব বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার প্রয়াত ইয়াকুব আলী হাওলাদারের ছেলে। সে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার রব নগরকান্দি এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গোপন সংবাদে র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার ও সহকারী পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলার রব নগরকান্দি এলাকায় অভিযান চালিয়ে মাহাবুব আলমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়।
এছাড়া মাদক কারবারি মাহাবুব আলম দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।