১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৫১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ইয়াবা সহ মাদক কারবারি আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে  ৬ শত পিস ইয়াবাসহ ইয়াবা বিক্রির নগদ ৬১ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ বাবুল হোসেন (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার দিবাগত গভির রাত ১২ টার দিকে শহরের মানিকপুরের আমানউল্লাহ এর ভাড়াটিয়া ঘরে তল্লাষি চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটক বাবুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মানিকপুরে অভিযান চালানো হয়। পরে সেখানে আমানউল্লাহর বাড়ীর ভাড়াটিয়া বাবুলের ঘরে তল্যাশী চালিয়ে ৬শ পিস ইয়াবা, নগদ ৬১ হাজার ২৭৫ টাকা ও ইয়াবা বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। মাদক বিক্রি ও মজুদের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামী বাবুলকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

error: দুঃখিত!