মুন্সিগঞ্জ, ১৪ জুলাই, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনা প্রতিরোধে এপেক্স ক্লাব অব মুন্সিগঞ্জ ও এপেক্স ক্লাব অব বিক্রমপুরের যৌথ আয়োজনে চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের নিকট এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব বাংলাদেশের ডিজি-১ মীর নাছির উদ্দিন উজ্জল, সাবেক জাতীয় সভাপতি অভিজিৎ দাস ববি, সাংবাদিক ফারহানা মির্জা বন্যা, এপেক্স ক্লাব অব বিক্রমপুরের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, বর্তমান সভাপতি সাইফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এড জানে আলম প্রিন্স, সহ-সভাপতি এম জামাল হোসেন মন্ডল, এপেক্স ক্লাব অব মুন্সিগঞ্জের সভাপতি মকবুল হোসেন, এপেক্সিয়ান এড. মোঃ হোসেন, এড. হিরু প্রমুখ।