২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১১:৪৪
মুন্সিগঞ্জে আসামি ধরতে নদীতে পুলিশের অভিযান, দুই পক্ষের গোলাগুলি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের সীমানাঘেষা মেঘনা নদীতে অবৈধ মাটি-বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আসামি ধরতে অভিযান পরিচালনা করেছে সদর থানা পুলিশ।

এসময় একাধিক ডাকাতি মামলার আসামি জহির ইসলাম ওরফে কানা জহিরের সাথে পুলিশের গুলি বিনিময় হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন জহিরের সহযোগী মাসুদ।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম অভিযান ও গুলি বিনিময়ের তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ শনিবার বিকাল ৪টার দিকে সদরের আধারা ইউনিয়নের কালিরচর এলাকায় সড়ক ও নদীপথে অভিযানে যায় পুলিশের পৃথক দুইটি টিম। এসময় কালিরচর এলাকায় জনৈক বাচ্চু মেম্বারের বাড়ির পাশে নদীতে আকস্মিকভাবে জহির ইসলাম ওরফে কানা জহিরের স্পিডবোটটি পুলিশের স্পিডবোটের মুখোমুখি হয়ে যায়।

ওসি জানান, পুলিশের স্পিডবোট লক্ষ্য করে শটগান দিয়ে ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে কানা জহির। পুলিশও পাল্টা ৪ রাউন্ড গুলি চালায়৷ এসময় জহিরের সাথে স্পিডবোটে থাকা একজন গুলিবিদ্ধ হন। এরপর প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত জহিরের স্পিডবোটটিকে ধাওয়া করে পুলিশ। কিন্তু জহির পদ্মার শাখা নদী হয়ে হাসাইল এলাকার দিকে চলে গেলে তাকে ধরা যায়নি।

ওসি বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিকভাবে সনাক্ত করা যায়নি।

এদিকে স্থানীয়দের কাছ থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ ব্যক্তি হলেন- জহিরের সহযোগী বাংলাবাজার ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার মাসুদ শিকদার।

ওসি আরও জানান, অভিযানের সময় ৪ টি ককটেল, ১ রাউন্ড গুলি, কুড়াল ও স্পিডবোট জব্দ করা হয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!