১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:১৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রসাশনজেলা সমাজসেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘমুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা’র দিকে মুন্সিগঞ্জ জেলা শহরের পতাকা ৭১ ভাস্কর্য হতে জেলা প্রসাশকের কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

পরে সকাল ১০টায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ উপলক্ষ্যে জেলা প্রসাশকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যাক্তির সহনশীলতা”।

সভায় সভাপতিত্ব করেন উপপরিচালকজেলা সমাজসেবা কার্যালয় জনাব মো. নুরুল হক মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) স্নেহাশীষ দাশ।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘমুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল হোসেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক জনাব আমির হোসেন মুন্সিসহসাধারণ সম্পাদক জনাব মো. আবুল হোসেনকোষাধ্যক্ষ জনাব মো. সাখাওয়াত হোসেনসদস্য জনাব শাহজাহান গাজীসদস্য জনাব আবদুল হালিম ভূইয়াসদস্য জনাব আনোয়ার হোসেনসদস্য জনাব আব্দুস সাত্তারসদস্য আবদুর রশিদ হাওলাদারসদস্য হাজী দেলোয়ার হোসেনসদস্য জনাব মো. আব্দুল মতিন, সদস্য জনাব মো. আহসানুল্লাহ প্রমুখ।

সভা শেষে বীর মুক্তিযোদ্ধা জালাল কমিশনার যুব স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের সৌজন্যে সমাজে বিশেষ অবদানের জন্য ২৪ জন প্রবীণকে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) প্রদান করা হয়।

error: দুঃখিত!