১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:৩৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ।

গতকাল শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৭ দফা দাবিগুলো হলো- 

পে কমিশন গঠনপূর্বক বৈষম্যমূলক ৯ম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব অন্তর্বর্তীকালীন সময় ৫০%প্রদান করতে হবে।

১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশম ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে।

সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তর ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ ও পদবী পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।

টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পূর্ণবহাল এবং সকল স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে গ্যাচুয়েটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাচুইটি /অনুতসিকের হার ৯০% স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন গ্রাচুইটি এক টাকায় সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি ২০১৯ এর ভিত্তিতে দশম গ্রেটে উন্নতি করন আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।

ব্লক পোস্ট পোস্ট কর্মরত কর্মচারীসহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে কর্মচারী হিসেবে গণ্য করতে হবে, এছাড়া টেকনিক্যাল কাজের নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পথ মর্যাদা দিতে হবে ।

বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় পূর্বক সকল ভাতাদি পূর্ণনির্ধারণ করতে হবে । চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ বছর ও অবসরে সময়সীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, ঐক্য পরিষদের সভাপতি গোলাম মোক্তাদির খান প্রিন্স, সাধারণ সম্পাদক আজহার হোসেন, সহ সভাপতি আল আমিন, সিনিয়র সহ সভাপতি মো. মাহমুদ হাসান আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, কোষাধ্যক্ষ শাহআলম বেপারি, শরিফ, দিদার হোসেন আলী মর্তুজা, আবুল কাসেম পিন্টু, কামাল হোসেন, সেলিম হোসেন, নজরুল ইসলাম, মাসুম মোল্লা, এম ফয়সাল আহমেদ প্রমুখ।

error: দুঃখিত!