মুন্সিগঞ্জ, ২৬ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ শুক্রবার (২৬ জুলাই) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সন্ধ্যা ৭টার পর থেকে পুনরায় কারফিউ বহাল হবে এ জেলায়।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে জেলা শহরসহ আশপাশের এলাকায় মাইকিং করা হচ্ছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার কারফিউ ভঙ্গ করায় জেলার বিভিন্ন এলাকায় ১৩ মামলায় ৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।