মুন্সীগঞ্জ আওয়ামী আইনজীবী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন রোববার সম্পন্ন হয়েছে। এতে অ্যাডভোকেট আ. মতিন সভাপতি এবং নাছিমা আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে রোববার সকালে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাহরা খাতুন।
উদ্বোধন করেন আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু। অ্যাডভোকেট সলিল চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন, বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান কাজী নজিবুল্লাহ হিরু, অ্যাডভোকেট খন্দকার আবদুুল মান্নান, অ্যাডভোকেট আবদুুর রহমান হাওলাদার, তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট সোহানা তাহমিনা প্রমুখ।