মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে শ্রীনগরের বাঘড়া এলাকায় অস্ত্রসহ বিকাশ গ্রুপের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে বাঘড়া এলাকা থেকে দেশীয় এলজি পিস্তলসহ রাহাত তালুকদার, বায়েজিদ ও তরিকুল ইসলাম নামে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা বাঘড়া এলাকার আলোচিত বিকাশ গ্রুপের সদস্য বলে জানান শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী।
তাদের বিরুদ্ধে এলাকায় হত্যা-রাহাজানি, দখলসহ নানা অভিযোগে রয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় শ্রীনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।