মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অভিবাসন প্রত্যাশী নারীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম- ওকাপ মুন্সিগঞ্জ ফিল্ড অফিসে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই প্রশিক্ষণ আয়োজন করে।
এতে মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন নারী অভিবাসন প্রত্যাশী অংশ নেয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন ওকাপের প্রশিক্ষক আফরিন আক্তার। এতে সহায়তা করেন ওকাপ মুন্সিগঞ্জ ফিল্ড অফিসের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং ও মাঠ সংগঠক তাইজুল ইসলাম শিহাব।