মুন্সিগঞ্জে অটোর চাপায় শিশুর মৃত্যু
মুন্সিগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ব্যটারিচালিত দ্রুতগতির যান অটোরিকশার চাপায় তাসকিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৬ ফেব্রয়ারি) উপজেলার বালিগাও বাজারে বেইলী ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত শিশু তাসকিন লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার গোরল গ্রামের হাসানের ছেলে। তারা বালিগাও গ্রামের সামছু কাজীর বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয় বাসিন্দা মাসুম জানান, সকালে শিশুটি দোকান থেকে চকলেট কেনার জন্য বাড়ির পাশের বলিগাও –টংগিবাড়ী সংযোগ সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাসকিনের মৃত্যু হয়। ঘটনার পর চালক অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাসকিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সম্রাট জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, এ বিষয়ে নিহতের পরিবার কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


