মুন্সিগঞ্জের মিরকাদিমে অগ্নিকান্ডে আটটি ব্যবসা প্রতিষ্ঠা ভস্মিভূত হয়েছে।
সোমবার দুপুরে সংঘটিত দেড় ঘন্টা ব্যাপী এই অগ্নিকান্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. আবু ইউসুফ জানান, দুপুর ১টার দিকে মিরকাদিম পৌরসভা সংলগ্ন একটি ফার্নিচারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এ অগ্নিকান্ড পাশাপাশি দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ফার্নিচার ও লেপতোষকেরসহ আটটি দোকান ভস্মিভূত হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।