একুশ বিক্রমপুর টঙ্গীবাড়ী নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে মুন্সিগঞ্জের তিন কৃতি সন্তানকে সংবর্ধনা দেয়া হবে অাজ।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মুন্সিগঞ্জের সন্তান ওমর ফারুক, মুন্সিগঞ্জ শহর পৌরসভার মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব ও মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন।
শুক্রবার বিকেল তিনটায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একুশ বিক্রমপুর টঙ্গীবাড়ীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান।