২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৪৫
মুন্সিগঞ্জের শ্রীনগরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৯
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ মার্চ, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের নয় যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কোলাপাড়া ইউনিয়নের সমষপুর ও কেয়টচিড়ার মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে।

এ সময় সুগন্ধা বাসের সামনের অংশ কেটে আটকে পড়া যাত্রী বের করা হয়।

আহতরা হলেন- বরিশালের সাইফুল ইসলাম, বরগুনার মোতালেব বয়াতি, গোপালগঞ্জের ইমরান শেখ, ইয়ারণ নেছা, তানিয়া আক্তার, ঝালকাঠির কুদ্দুস মিয়া, আয়শা বেগম, হামিদা বেগম, লিপি বেগম। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়। পরে এর মধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, মাওয়াগামী সুগন্ধা ক্লাসিকের একটি বাস সামনে থাকা একটি বালুবাহী ড্রাম ট্রাককে ওভারটেক করলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সার্বিক পরিবনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সার্বিক পরিবহনের পিছনে থাকা একটি প্রাইভেট কার বাসের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারটির সামনে দুমড়ে মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশসহ পদ্মা সেতুর কাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনা বাহিনীর সার্বিক সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সঞ্জয় কুমার বিশ্বস জানান, দ্রুত গতির সুগন্ধা ক্লাসিক বাসের ওভার টেকের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। বাস দুইটি আমাদের হেফাজতে আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

error: দুঃখিত!