সারাদেশে মাদকের বিরুদ্ধে পুলিশ ও র্যাবের কঠোর অবস্থানের মধ্যেও ধরাছোয়ার বাইরে রয়ে গেছেন মুন্সিগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ীরা।
মুন্সিগঞ্জে এখন পর্যন্ত যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই একদম শেষ স্থরের মাদক ব্যবসায়ী।
মাদকের বিরুদ্ধে সারাদেশে পুলিশের ব্যাপক অভিযানের কথা জানা গেলেও মুন্সিগঞ্জে পুলিশের বিশেষ কোন ভূমিকা চোখে পড়েনি। অথচ অভিযানের অাগে পঞ্চসারের একজন ইউপি সদস্যকে ফেনসিডিল সহ অাটক করার পরেও ছেড়ে দেয় পুলিশ।
এদিকে গতকাল একটি জাতীয় পত্রিকার খবরে মাদক ব্যবসায়ীদের সাথে মুন্সিগঞ্জের কয়েকজন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে অাসে।
কেন মুন্সিগঞ্জ পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে পারছে না-এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক মুন্সিগঞ্জের একজন কলেজ শিক্ষক বলেছেন, মুন্সিগঞ্জে পুলিশ তাদের রুটিনওয়ার্ক করতেই ব্যস্ত। গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যর্থতা অাছে তাদের।
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল বিশেষত মোল্লাকান্দি, শহরের গণকপাড়া, মানিকপুর, পঞ্চসারের নয়াগাও, মালিরপাথর, ডিঙ্গাভাঙ্গা, মিরকাদিম পৌরসভা, এসব অঞ্চলে মাদকের ব্যাপকতা রয়েছে। এসব অঞ্চলের মাদক ব্যবসায়ীরাই মুন্সিগঞ্জ জেলার অর্ধেকেরও বেশি মাদক চোরাচালান ও সরবরাহের সাথে জড়িত রয়েছে।