মুন্সিগঞ্জের অানাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনপ্রিয় সব খাবারের খোজ দিচ্ছে Food Experience Munshiganj নামের ফেইসবুক গ্রুপ। এছাড়াও যে কোন খাবারের মান নিয়ে এই গ্রুপে জানানো যাবে নিজস্ব মতামত।
বর্তমানে গ্রুপটিতে ৬ হাজারেরও বেশি একটিভ মেম্বার রয়েছে। এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন জনপ্রিয় খাবার সম্পর্কে বিভিন্ন সময় পোষ্ট দিচ্ছেন।
গ্রুপের উদ্যোক্তারা জানিয়েছেন, মুন্সীগঞ্জের জনপ্রিয় ও মানসম্পন্ন খাবার নিয়ে অালোচনা করাই এই গ্রুপের উদ্দেশ্য। এই গ্রুপের মাধ্যমে সবাই খাবার সম্পর্কে ঘরে বসেই ধারনা পাবে। এতে করে খাবার নিয়ে ভোক্তাদের মাঝে স্পষ্ট ধারনাও তৈরি হবে।