মুন্সিগঞ্জ ১২ ডিসেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে শিশু শিক্ষার্থীসহ ২ পথচারী নিহত হয়েছে।
এ সময় আহত হয়েছে আরো ১ জন পথচারী ও ৫ বাসযাত্রীসহ ৬ জন।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া মহসড়কের কুচিয়া মোড়া ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, লেন পরিবর্তন করার কারণে মাওয়া থেকে ঢাকাগামী দোলা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৬২১৩) একটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের রড ওভারটেক করে ব্যাটারি চালিত ইজিবাইকের উপরে গিয়ে পড়ে। এতে ৩ জন পথচারী ও ৫ বাস যাত্রী আহত হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পথচারী মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার পাথরঘাটা গ্রামের মোজাম্মেল হোসেন বাবুর মেয়ে জাকিয়া আক্তার তম্বী (১২) ও ইসলামপুর গ্রামের কিতাব উদ্দিনের ছেলে মো. হারেজ হোসেন (৫০) মারা যায়।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, লেন পরিবর্তন ও সাইনবোর্ড না লাগানোর কারণে মাওয়া থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে লোকাল রোডে একটি ব্যাটারী চালিত ইজিবাইকের উপরে পড়ে। এসময় ৩ জন গুরুতর আহতসহ ৮ জন আহত হয়েছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে পাঠানো হলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে হারেজ ও সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শিশু তন্নী মারা যায়। তম্বী কুচিয়ামোড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বাসটি পুলিশ জব্দ করেছে।