মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্যাংকে প্রায় ১৪ লাখ টাকা রাখতে গিয়ে গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল থেকে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, তিনি অপহরণ হয়ে থাকতে পারেন। এ ঘটনায় গজারিয়া থানায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ বলেছে, ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
নিখোঁজ ব্যবসায়ী মোহাম্মদ জনি (৩৩) টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের জামাল মোল্লার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ব্যবসা করেন।
পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনায় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার হয়েছে। সেখানে দেখা গেছে- সকাল সাড়ে ১১টার দিকে বাসা থেকে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ব্যাংকে টাকা জমা দেয়ার উদ্দেশ্যে বের হয়ে মহাসড়কে উঠে সিএনজিতে উঠেন নিখোঁজ জনি। এরপর থেকে তার হদিস নেই।
নিখোঁজ জনির বাবা জালাল মোল্লা বলেন, নগদ ১৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে বের হন জনি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বাসায় না ফেরায় মঙ্গলবার বিকালে তিনি ছেলের মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পান।
তার দাবি, টাকার জন্য কেউ তাঁর ছেলেকে অপহরণ করতে পারে বা তার ছেলের সঙ্গে খারাপ কিছুও ঘটতে পারে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খাঁন বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। ওই ব্যবসায়ীর মোবাইল নাম্বার ট্র্যাক করা সম্ভব হয়নি। একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হলেও সেটি আশাব্যঞ্জক নয়। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।