১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:৪১
Search
Close this search box.
Search
Close this search box.
একদিনের ব্যবধানে মুন্সিগঞ্জের আরেক সাংসদের ‘করোনা পজেটিভ’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির পর মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসেরও করোনা সংক্রমণ ধরা পড়েছে। একদিনের ব্যবধানে মুন্সিগঞ্জের ২ জন সংসদ সদস্যের করোনা ধরা পড়লো।

তারা দুজনে গত শুক্রবার (২৮ নভেম্বর) একসাথে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ঐ অনুষ্ঠানে মুন্সিগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন যোগ দেন। এরপরই দুজনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়।

গতকাল মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া যায় আর আজকে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসেরও করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানা যায়।

সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের পরিবার সূত্রে এ খবর নিশ্চিত হয়েছে ‘আমার বিক্রমপুর’

তারা জানান, উনি মোটামুটি সুস্থ আছেন। বর্তমানে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। তিনি তার সংসদীয় এলাকা মুন্সিগঞ্জ ও গজারিয়ার সর্বস্থরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

মৃণাল কান্তি দাস ১৯৫৯ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ৬১ বছর।

error: দুঃখিত!