১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুজিববর্ষে শেখ হাসিনার উপহার, মুন্সিগঞ্জে জমি ও ঘর পেলো ৫০৮ পরিবার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ জানুয়ারি, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারাদেশের ৬৬ হাজার ১৮৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দিলেন।

এর মধ্যে মুন্সিগঞ্জের ৫০৮ টি পরিবার আজ বুঝে পেলো জমি ও ঘর। আজ শনিবার (২৩ জানুয়ারি) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর পরপরই মালিকদের জমির দলিল সহ ঘর বুঝিয়ে দেয় মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। 

ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে মুন্সিগঞ্জের গজারিয়া প্রান্তে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী প্রমূখ।

জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার জানান, সদর উপজেলায় ১০০টি, গজারিয়া উপজেলায় ১৫০টি, লৌহজং উপজেলায় ১৪৩টি, সিরাজদিখান উপজেলায় ২৫টি, টংগিবাড়ী উপজেলায় ২০টি, শ্রীনগর উপজেলায় ৭০টি পরিবার এ জমি ও ঘর পেয়েছেন।

তিনি জানান, ‘ক’ শ্রেণির পরিবারের অন্তর্ভুক্ত ভূমিহীন, গৃহহীন ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্ঠী ৫০৮ টি পরিবার দুই শতাংশ জমি ও এক লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে নির্মিত দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর বুঝে পেয়েছেন।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে একটি টাস্কফোর্স আছে। যা উন্মুক্ত নোটিশের মাধ্যমে গৃহহীনদের তালিকা তৈরি করেছে। ২ হাজার ১৭৩ টি ভূমিহীন পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৫০৮ জনকে জমি ও ঘর দেওয়া হলো আজ। পরবর্তীতে পর্যায়ক্রমে সবাই পাবে। যথেষ্ট যাচাই বাছাই করে এ তালিকা প্রস্তত হয়েছে। এরপরও যদি কোন স্বচ্ছল পরিবার এ তালিকায় থাকে তবে জানা মাত্র তার বরাদ্দ বাতিল হবে।

error: দুঃখিত!