মুন্সিগঞ্জ, ২৩ জানুয়ারি, ২০২১, নাজমুল আহমেদ শাওন (আমার বিক্রমপুর)
আগামীকাল রোববার (২৩ জানুয়ারি) প্রথমবারের মতো মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে
মাত্র কয়েকদিন আগেই বাফুফের চতুর্থ ভেন্যু হিসেবে স্বীকৃতি পেয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (মুন্সিগঞ্জ স্টেডিয়াম)।
বাংলাদেশ পুলিশ ফুটবল ফেডারেশন ক্লাব নিজেদের ঘরোয়া মাঠ হিসেবে পছন্দ করেছে দৃষ্টিনন্দন এ স্টেডিয়ামকে।
আগামীকাল আরামবাগ ক্রীড়া সংঘ বনাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেসির ম্যাচ দিয়া যাত্রা শুরু করতে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম। এই প্রথম জাতীয় পর্যায়ের কোন ম্যাচ আয়োজন করতে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম।
সেই সাথে এই স্টেডিয়ামে নিয়মিত চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবল ম্যাচগুলো। খেলা শুরু বিকেল ৩ টা’য়।