‘মানবপাচারের সাথে জড়িতরা সমাজের শত্রু’ বলে মন্তব্য করেছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবন।
তিনি মঙ্গলবার (১৬ এপ্রিল) চরকেওয়ার ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ আয়োজিত মানবপাচার প্রতিরোধ ও দমনে ‘চরকেওয়ার ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটি’ গঠন বিষয়ক মতবিনিময় সভা শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি এসময় বলেন, ‘চরকেওয়ারের কেউ যদি বিদেশে যাওয়ার জন্য কারো সাথে টাকা লেনদেন করে তাহলে যাতে ইউনিয়ন পরিষদের সাহায্য নেয়। লেনদেনের সময় আমাদের কাউকে স্বাক্ষী রাখে। তাহলে পরবর্তীতে আমরা ব্যবস্থা নিবো।’
অনুষ্ঠানে ওকাপের কার্যক্রম ও মানবপাচার প্রতিরোধ কমিটির প্রেক্ষাপট তুলে ধরেন ওকাপ মুন্সিগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং।
এসময় আরও উপস্থিত ছিলেন, ওকাপ মুন্সিগঞ্জের মাঠ সংগঠক তাইজুল ইসলাম শিহাব সহ স্থানীয় ইউপি মেম্বারগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।