২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৫৮
‘মাদক ব্যবসায়ী উচু গলায় কথা বলবে আর সাধারণ মানুষ নিচু হয়ে কথা বলবে এটা হবে না’- এসপি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ জানুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘কোন মাদক ব্যবসায়ীকে সমিহ করে আমরা চলবো- আর কোন মাদক ব্যবসায়ী উচু গলায় কথা বলবে আর সাধারণ মানুষ নিচু হয়ে কথা বলবে এইভাবে আমারও বেচেঁ থাকা ঠিক হবে না, আমরা যারা পুলিশে চাকরি করি আমাদের চাকরি ছেড়ে দেয়া উচিৎ’ এসব কথা বলেছেন মুন্সিগঞ্জের নতুন এসপি আব্দুল মোমেন।

রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসপি এসময় আরও বলেন, ‘মাদক ব্যবসা মুন্সিগঞ্জে চলতে দিবো না। আর মাদক সেবীরা যৌন নিপীড়ন সহ বিভিন্ন সামাজিক অপরাধ করে বেড়াবে পুলিশ তা বরদাস্ত করবে না। সাংস্কৃতিক কর্মীদেরও দায়িত্ব আছে তাদের মাদক থেকে দূরে সরিয়ে সাংস্কৃতিক অঙ্গনে অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা।’

পুলিশ সুপার বলেন, ‘পুলিশের কোন সদস্যও যদি কোন অনিয়ম করে তার ‍বিরুদ্ধেও ব্যবস্থা নিবো। যিনি তথ্য জানাবেন তার পরিচয় গোপন রাখা হবে।’

‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগান বাস্তবায়নে মুন্সিগঞ্জ জেলা পুলিশ কাজ করছে যোগ করেন এসপি আব্দুল মোমেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, সাবেক সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিন মোঃ আমানুল্লাহ্, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মনিরুজ্জামান শরিফ, নাট্যকার শিশির রহমান, সংগঠক অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, কাউন্সিলর নার্গিস আক্তার, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, নাট্যকার হুমায়ুন ফরিদ, মুন্সিগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকা, নাট্যভিনেতা মোঃ রানু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আবু সাত্তার মুন্সি বাবু, নুরুন্নবী মুন্না, তামান্না সরকার মনি, সুমি আক্তার, বাউল জাহাঙ্গীর, জিতু চন্দ্র রায়, মোঃ শামীম শেখ, ‍তুষার রায়, অনিক পাল পার্থ প্রমুখ।

error: দুঃখিত!