জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে ডিনার করলেন আলোচিত সমালোচিত মডেল-অভিনেত্রী কবির তিথি। সম্প্রতি একটি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নেন তিথি। সেখানে আগেই নৈশভোজে উপস্থিত হয়েছিলেন এরশাদ। এমন সময় মুখোমুখি হলেন দুজন। কিছুক্ষণ আলাপচারিতার পর একসঙ্গে ডিনার করেছেন এরশাদ ও তিথি।
এ প্রসঙ্গে তিথি বলেন, এটা বিনোদন ম্যাগাজিনের জন্য একটি ফটোশুট ছিল। এরশাদ আঙ্কেল সেখানে উপস্থিত থাকবেন তা জানা ছিল না। ফটোশুটের কাজ শেষ করে একসঙ্গে ডিনার করলাম। তিনি অনেক ভাল একজন মানুষ। আমার খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইউ লুক সো প্রিটি। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে বেশ ভাল লেগেছে।
এ নৈশভোজে এরশাদ ও কবির তিথি ছাড়া মডেল-অভিনেতা নিরবও উপস্থিত ছিলেন। ডিনার শেষে এরশাদ ও তিথি একসঙ্গে ছবি তোলেন। সেই ছবি তিথি নিজের ফেসবুক ওয়ালেও পোস্ট করেন। যেখানে দুজনকেই বেশ হাস্যজ্জ্বল ভঙিতে ছবির পোজ দিতেও দেখা গেছে।