মুন্সিগঞ্জ ২১ অক্টোবর, ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ভোলার বোরহানউদ্দিনে হিন্দু তরুণের ফেইসবুক আইডি হ্যাক করে ‘অবমাননাকর’ বক্তব্য ছড়ানোর পর সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিকাল ৩টার দিকে ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল করা হয়।
প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি উপজেলার শ্রীনগর বাজার ও এর আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে শ্রীনগর-ছনবাড়ি সড়কের শ্রীনগর প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সভা করেন।
এ সময় বক্তারা উল্লেখ করে বলেন, ফেইসবুকে রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিলে তৌহিদী জনতার ওপর পুলিশের হামলার ঘটনায় চারজন শহিদ হয়। তারা এই হামলার তীব্র প্রতিবাদ জানান।
এ সময় প্রায় ৩ শতাধিক ‘ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ’ এর সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ নামের এক যুবক শুক্রবার রাতে বোরহানউদ্দিন থানায় গিয়ে একটি জিডি করেন। সেখানে তিনি তার ফেইসবুক আইডি হ্যাকারের কবলে পড়ার কথা জানান।
শুভর মেসেঞ্জারে ‘নবীকে নিয়ে অবমাননাকর বক্তব্য’ ছড়িয়ে সেই ‘স্ক্রিনশট’ ব্যবহার করে গত শুক্রবার থেকে বোরহানউদ্দিনে উত্তেজেনা সৃষ্টি করা হয়।
এরপর শুভর বিচারের দাবিতে রোববার বোরহানউদ্দিন ঈদগাহ ময়দানে ‘মুসলিম তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
রোববার বেলা পৌনে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সদরে দফায় দফায় সংঘর্ষে চারজন নিহত হন, আহত হন ১০ পুলিশ সদস্যসহ শতাধিক।
সংঘর্ষের মধ্যে পুলিশের দিকে গুলিও ছোড়া হয়; তাতে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। সংঘর্ষে যে চারজন নিহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের মাথা ভোঁতা অস্ত্র দিয়ে থেঁতলানো ছিল বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।