মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ভোট জালিয়াতি করে নির্বাচনে পরাজিত দেখানোর অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রতিদ্বন্দী।
গতকাল শনিবার (৪ ডিসেম্বর) বেলা আড়াইটায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গত ২৮ নভেম্বর মুন্সিগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রতিদ্বন্দী ফারুক আহমেদ পিন্টু।
পিন্টুর অভিযোগ, আমাকে ৭২৭ ভোটে পরাজিত দেখানো হয়েছে। কিন্তু, আমার এজেন্ট মারফত জেনেছি যে আমি বিজয়ী হয়েছি। নির্বাচনের দিন সকাল থেকে আমার এজেন্টদের বিভিন্ন কেন্দ্রে মারপিট করা হয়েছে। ১ ,২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলোতে আমাকেসহ আমার এজেন্ট ও আমার ছেলের উপর হামলা করে নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম ঢালী, তার ছেলে সুমন ঢালী, রতন ঢালী ওরফে মোল্লা রতন সহ বহিরাগত সন্ত্রাসীরা। পরে তারা কেন্দ্র দখল করে জালভোট দেয়।
ফারুক আহমেদ পিন্টু সংবাদ সম্মেলনে নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মহাকালি ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার সরকারি হরগঙ্গা কলেজের প্রভাষক রাসেল কবিরের বিরুদ্ধে কয়েক দফা গুরুতর অভিযোগ আনেন।
পিন্টু বলেন, আমি এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করে মহাকালি ইউনিয়নে পুনরায় ভোট গ্রহনের দাবি করছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রিটার্নিং অফিসার সহ জেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করেছি। তারা জানিয়েছেন নির্বাচনি ট্রাইবুনালে আমার অভিযোগ নিস্পত্তি করা হবে। ট্যাইব্যুনালের রায় অনুযায়ী ভোট পুনঃগণনার ব্যবস্থা করা হবে।