৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
ভার্চুয়াল আদালতে মুন্সিগঞ্জের আইনজীবীদের অনিহা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ মে ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা পরিস্থিতিতে সরকারের বিশেষ উদ্যোগে ভার্চুয়াল আদালত শুরু করতে সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনা থাকলেও মুন্সিগঞ্জের আইনজীবীরা তা বর্জন করেছেন।

তথ্য-প্রযুক্তির ব্যবহারে নিজেদের অদক্ষ দাবি করে ভার্চুয়াল আদালত বর্জনের ঘোষনা দিয়ে গতকাল (১২ মে) জেলা আইনজীবি সমিতির নেতারা এ সিদ্ধান্ত গণমাধ্যমকর্মীদের জানান।

সভা শেষে বিদ্যুৎ সমস্যা, কারিগরি সমস্যা, অভিজ্ঞতার অভাব, সিভিল ল সম্পর্কে অস্পষ্টতাসহ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন আইনজীবী নেতারা।

সভায় তারা বলেন, আমরা এতে অভ্যস্ত না। ভার্চুয়াল আদালতে কোনো মামলা শুনানি হলে  বিদ্যুৎ বিভ্রাট বা নেট দুর্বলতার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। জামিনের শুনানী ভালোভাবে ভার্চুয়াল আদালতে করাও সম্ভব না।  সভায় সর্বসম্মতিক্রমে ভার্চুয়াল আদালতে অংশগ্রহনে অনীহা প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক এড. আমানউল্লাহ প্রধান শাহিন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.মজিবুর রহমান, এড.শ ম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এড.মাসুদ আলম, পিপি আ:মতিন, এড.কাজী নজরুল ইসলাম অসীম, এড.রিয়াজুল ইসলাম মানিক, এড.আরফান সরকার প্রমূখ।

error: দুঃখিত!