২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৪৫
ভারতে নাট্যোৎসবে মুন্সিগঞ্জের থিয়েটার সার্কেল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৮ ডিসেম্বর, ২০১৯, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

২৯ ডিসেম্বর মুন্সিগঞ্জের অন্যতম নাট্যদল থিয়েটার সার্কেল, মুন্সিগঞ্জের একটি অন্যতম প্রযোজনা দম ফাটানো হাসির নাটক পঞ্চভূতের রং তামাশা পরিবেশন হবে ভারতের সিউরিতে।

এই দল টি ৩টি শো কলকাতার বিভিন্ন মঞ্চে নাটক পরিবেশন করবে।

এই নাটকের নাট্যকার নির্দেশক এবং অভিনয় করছেন শিশির রহমান।

১০ জন অভিনেতা এই চমৎকার নাটকটিতে অভিনয় করছেন।

দলটির সভাপতি সাব্বির হোসাইন জাকির দল প্রধান হিসাবে এই দলের নেতৃত্ব দিচ্ছেন এবং অভিনয় করবেন।

আরো অভিনয় করবেন সালাহউদ্দিন বাবুল, আশরাফ আলি, শরীফ মাহমুদ, সিমান্ত দাস, হৃত্তিক দাস, শুভ দাস, মুশফিক সিহাব, আহসানুল হক জনি।

নাট্য উৎসবের তৃতীয় দিন বিশেষ আকর্ষণ কলকাতার সিউরির রবীন্দ্র সদনে অভিনেতা, নাট্যকার, নির্দেশক সংগীত শিল্পী শিশির রহমানের একক সংগীত সন্ধ্যার আয়োজন করছে আয়োজক ভারতের বিখ্যাত নাট্য দল ‘এখনই’ নাট্য দল।

error: দুঃখিত!