২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:২০
ব্র্যাকের আয়োজনে মুন্সিগঞ্জে ‘অভিবাসন মেলা’
খবরটি শেয়ার করুন:

শিহাব আহমেদঃ বাংলাদেশের অন্যতম অভিবাসন প্রবণ জেলা মুন্সিগঞ্জে বেসরকারি সংস্থ্য ব্র্যাকের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘অভিবাসন মেলা’

বুধবার (২৪ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ব্র্যাকের পাশাপাশি অভিবাসনের সাথে জড়িত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা অংশ নেয়।

এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অভিবাসন মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ।

মেলা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুস সোহেল, আই ও এম বাংলাদেশের হেড অব মাইগ্রেশন প্রোগ্রাম প্রবীণা গুরং, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার সাজ্জাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ বলেন, ‘মুন্সিগঞ্জ থেকে প্রতিবছর প্রচুর পরিমাণ লোক বিদেশে যাচ্ছে। তাদের বিদেশ সংক্রান্ত প্রচুর সমস্যাও জেলা প্রশাসনের কাছে আসছে। তাই মুন্সিগঞ্জ জেলা প্রশাসন আলাদাভাবে প্রবাসীদের সহায়তার প্রবাসী কল্যাণ শাখা খুলেছে। জেলা প্রশাসনের উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ পরিবেশ তৈরি করা’।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের বাজেটে সবচেয়ে বড় ভূমিকা প্রবাসীদের। আমাদেরও তাদের নিয়ে ভাবতে হবে। কারন তাদের নিয়ে গর্ব করার জায়গাটা অনেক বড়। তাই আমাদের শুধুুমাত্র আলোচনা সভা বা সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সত্যিকার অর্থে তাদের সহায়তার এগিয়ে আসতে হবে।

error: দুঃখিত!