১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
ব্রাজিলের জার্সিতে কাকার রেকর্ডের হাতছানি
খবরটি শেয়ার করুন:

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডটি যৌথভাবে রোমারিও এবং জিকোর দখলে রয়েছে। সেলেসাওদের হয়ে বাছাইপর্বের ম্যাচে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে এরা দুজনেই ১১টি করে গোল করেছেন। এক গোল কম নিয়ে তাদের পরেই অবস্থান করছেন রিকার্ডো কাকা। তবে ব্রাজিলের হয়ে আসন্ন দুটি ম্যাচে দলে সুযোগ পাওয়ায় নতুন রেকর্ড গড়ার সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই তারকার।

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য কার্লোস দুঙ্গার প্রাথমিকভাবে ঘোষিত দলে ছিলেন না কাকা। তবে লিভারপুল তারকা ফিলিপ কৌতিনহোর ইনজুরিতে কপাল খুলেছে ৩৩ বছর বয়সি মিডফিল্ডারের। আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে তিনি কতদূর নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

কোপা আমেরিকায় পাওয়া নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে দলের হয়ে খেলতে পারবেন না নেইমার। তাই দলীয় অধিনায়কের অনুপস্থিতিতে ভক্তদের প্রত্যাশার আলো অভিজ্ঞ মিডফিল্ডার কাকার উপরই থাকতে পারে।

তবে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়া সম্ভব হলেও নেইমার তা অচিরেই ভেঙ্গে ফেলবেন বলে বিশ্বাস কাকার। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘এমন একটা পরিস্থিতির মুখোমুখি হওয়া আমার জন্য সত্যিই অনেক কিছু। বাছাইপর্বের ম্যাচে আমি দুটি গোল করতে পারলে সর্বকালের সেরা গোলদাতা হতে পারব। এই দলটিতে যোগ্যতা সম্পন্ন অনেক সেরা খেলোয়াড় রয়েছে। এটা করতে পারলে আমার জন্য অনেক বড় অর্জন হবে। আমি জানি এখন আমাকে দুটি গোল করতে হবে। তবে নেইমার এই রেকর্ড যে কোনো সময় ছাড়িয়ে যেতে পারে।’

২০১০ সালে অভিষেকের পর দেশের জার্সিতে ৪৬ গোল হলেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এখনো খেলার সুযোগ হয়নি নেইমারের। গতবার স্বাগতিক হওয়ায় সরাসরিই মূলপর্বে খেলার সুযোগ পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

৮ অক্টোবর চিলি এবং ১৩ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে কার্লোস দুঙ্গার দল।

error: দুঃখিত!