১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:২১
Search
Close this search box.
Search
Close this search box.
ব্রাজিলে ডেঙ্গু জ্বরে প্রায় ৭০০ লোকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

ডেঙ্গু জ্বরে ব্রাজিলে এ পর্যন্ত ৬৯৩ জনের মৃত্যু হয়েছে। মধ্য ও দক্ষিণ আমেরিকায় মশাবাহিত প্রাণঘাতী রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে।   মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অধিকাংশ মৃত্যুই সাও পাউলো রাজ্যেই হয়েছে।

১৯৯০-এর পর এবারই সর্বাধিক মানুষের মৃত্যু হল। ১৯৯০ সালের পর এই রোগে আক্রান্ত হয়ে এই প্রথম এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হলো।  ডেঙ্গু জ্বরে দেশটিতে মৃতের প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রাজিলে বছরের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

error: দুঃখিত!