আসন্ন বেতকা ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে দলীয় প্রতীকে,আর যারা চেয়ারম্যান প্রার্থী তারা সবাই নৌকা প্রতীক পাওয়ার জন্য উঠে পরে লেগেছেন আর সব প্রার্থীদের চেয়ে রাজনীতির মাঠে দৌড়ে এগিয়ে আছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী মুক্তার খান, মুক্তার খানের রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে দেখা যায় –
(১)জনাব আলহাজ্ব শওকত আলী খান মুক্তার সাহেব বর্তমানে বেতকা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও টংগীবাড়ি উপজেলা আওয়ামীলীগের বর্তমান সহ-সভাপতি পদের দায়িত্ব পালন করছেন.তিন। বেতকা ইউনিয়নবাসীদের বিপুল ভোটের মাধ্যমে ২০১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হন.বেতকা ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ঢাকা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান এবং মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের সীকৃতি স্বরুপ বিভিন্ন স্বনামধন্য সংগঠন কত্রিক এই পর্যন্ত প্রায় ৫০ টির মতো পুরুস্কারে ভূষিত হন.উনি বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সকল কর্মকাণ্ড সহ ২৬শে মার্চ ,১৬ ই ডিসেম্বর এবং জাতীয় শোক দিবস উপলক্ষে নিজ উদ্যোগে অনেক অনাড়ম্বরভাবে সফলভাবে উদযাপন করেন.এছাড়াও প্রতি বছর বীর মুক্তিযোদ্ধাদের কে সংবর্ধনা দেন ধুমধাম করে
(২)ওনার বাবা মরহুম ডাঃ আনোয়ার খান ছিলেন বেতকা ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিস্ঠাতা সভাপতি এবং বেতকা ইউনিয়নের প্রথম চেয়ারম্যান এছাড়াও ডাঃ আনোয়ার খান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের একজন সফল সংগঠক.
(৩)জনাব শওকত আলী খান মুক্তার সাহেবের দুই ছেলে এবং এক মেয়ে.বড় ছেলে প্রিন্স খান ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সাবেক সহ সভাপতি ছিলেন বর্তমানে স্পেন যুবলীগের কর্মকাণ্ডের সাথে সম্প্রিক্ত এবং ছোট ছেলে ফয়সাল আহম্মেদ খান শান্ত বেতকা ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন.
(৪)জনাব শওকত আলী খান মুক্তার মোট ছয় ভাইদের মধ্যে ওনি সবার বড়, এছাড়াও মেঝ ভাই মোশাররফ খান বেতকা ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের সহ-সভাপতি, সেজো ভাই ফারুক খান গেন্ডারিয়া থানা আওয়ামীলীগের সদস্য ,ছোট ভাই বিপ্লব খান বেতকা ইউনিয়ন আওয়ামী প্রজন্মলীগের বর্তমান সভাপতি।