৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:৫৭
বৃষ্টিস্নাত সকালে অভিবাসীদের স্মরণ করলো মুন্সিগঞ্জবাসী
খবরটি শেয়ার করুন:

শিহাব অাহমেদ: বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জেও পালিত হচ্ছে অান্তর্জাতিক অভিবাসী দিবস।

দিবসটি সামনে রেখে অাজ সকালে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অায়োজনে মুন্সিগঞ্জ জেলা শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।

সকাল সাড়ে ৯টা’য় র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এসে কার্যালয়ের সভাকক্ষে মিলিত হয়। পরে সেখানে অান্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।

র্যালী ও অালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অাইসিটি) হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরা, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সাইফুল মালিক, সিনিয়র এসপি (ট্রাফিক) অাবু বকর সিদ্দীক।

র্যালী ও অালোচনা সভায় অভিবাসন নিয়ে কাজ করা মুন্সিগঞ্জে কর্মরত বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা ছাড়াও অভিবাসী পরিবারের স্বজনরা অংশ নেয়। বেসরকারী উন্নয়ন সংস্থার মধ্যে ব্র্যাক, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ), কারিতাস উল্লেখযোগ্য।

অালোচনা সভা শেষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর অায়োজনে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

বাংলাদেশে সর্বোচ্চ যে৫টি জেলা থেকে অভিবাসী কর্মী বিদেশে যায় তার মধ্যে মুন্সিগঞ্জ জেলা অন্যতম। জেলার অর্থনীতিতে তাদের অবদানও উল্লেখযোগ্য।

error: দুঃখিত!