পর্ন তারকা থেকে বলিউড ছবির নায়িকাতে পরিণত হওয়া সানি লিওনের কাছে বিকিনি পরা মামুলি বিষয়।কিন্তু বিকিনি পরতে পরতেই হাপিয়ে উঠেছিলেন এই তারকা। এবার প্রতিশোধও নিলেন পরিচালককে বিকিনি পরিয়ে।
মুক্তি প্রতীক্ষিত ‘মাস্তিজাদে’ ছবির দৃশ্য ধারণের প্রয়োজনে পরিচালক তাকে এতবার বিকিনি পরিয়েছেন যে পরিচালকের উপর বিরক্ত হয়ে পড়েন সানি লিওন। আর তাই পরিচালকের উপর প্রতিশোধ নিলেন তিনি।প্রতিশোধের অস্ত্রও ছিলো বিকিনি। হ্যাঁ, পরিচালককে বিকিনি পরিয়ে শাস্তি দিয়েছেন সানি লিওন।
অবশ্য পরিচালক মিলাপ জাভেরি এটাকে মজা হিসেবেই নিয়েছেন। পরিচালক বলেন, সানি লিওনকে শুটিংয়ের সময় এতবার বিকিনি পরিয়েছি যে সে আমাকে নকল বিকিনি পোশাক পরিয়ে প্রতিশোধ নিলো।সে আমাকে একটি বিকিনি পোশাক উপহার দিয়েছে।’
প্রীতিশ নন্দীর প্রযোজনায় সেক্স কমেডি ‘মাস্তিজাদে’ তে আরও অভিনয় করেছেন তুষার কাপুর ও বীর দাস।