১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
বান্ধবীকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে ঢাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানের বঙ্গবন্ধু মহাসড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মোটরসাইকেল চালক অভিজিৎ হাওলাদারের (২৫) প্রাণ গেছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে মহাসড়কের নিমতলায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন মোটরসাইকেল আরোহী নিহত অভিজিৎয়ের বান্ধবী অনসুর রানী হাওলাদার (২৩)

নিহত অভিজিৎ হাওলাদার পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার রতন হাওলাদারের পুত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী। আহত অনসুর রানী একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, বেলা সাড়ে ১২ টার দিকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-১২-১২৪৮) করে অভিজিৎ ও অনুসর ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় তারা নিমতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই অভিজিৎ মারা যান। আহত অনসুর রানী হাওলাদারকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করেন।

তিনি জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!