মুন্সিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আমাদের বিক্রমপুরে মেয়ে লিলিয়ান। তাঁর পুরো নাম নুরুন নাহার লিলিয়ান। এবাবের গ্রন্থ মেলায় লিলিয়ানের “আনন” নামক একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে শিখা প্রকাশনী। গ্রন্থটির মূল্য ধরা হয়েছে ১৭০ টাকা ।
এছাড়াও “ইন্দিরা রোড” নামক আরেকটি উপন্যাস আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লিলিয়ানের। এই উপন্যাসটির মুল্য ১৭০ টাকা।
লিলিয়ানের শৈশব কৈশোর সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে কেটেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করার পর ব্যাংকে চাকরি নেন। তারপরের জীবন প্রবাসে।
তিনি নিয়মিতভাবে বিভিন্ন পত্রিকা আর নিউজ পোর্টালে গল্প আর প্রবন্ধ লেখে চলছেন।
মানুষের জীবন আর প্রকৃতির মাঝেই বেচেঁ থাকার অর্থ খুঁজে ফিরেন তিনি। লেখালেখিই তার নেশা ও পেশা। একজন জীবন শিল্পী হওয়া লিলিয়ান এর স্বপ্ন।
‘আমার বিক্রমপুর’ এর সাথে এক একান্ত আলাপচারিতায় লেখক নুরুন নাহান লিলিয়ান বলেন, “আনন” মানে বদন, মুখ, মুখমন্ডল। মানুষ চিরন্তন বিচিত্র চরিত্রের অধিকারী। এই মানুষের মুখের আড়ালে থাকে চরিত্রের হাজারো বিচিত্র রূপ। মানুষ যেমন দেবতা নয় তেমনি মানুষ পশুও নয়। কখনও মানুষ নিজেও নিজ অস্তিত্বের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। ক্ষণে ক্ষণে পাল্টায় মানুষের চেনা পরিচয়। তাইতো এই একটা মানুষের মুখের আড়ালে লুকিয়ে থাকে সহস্র মুখের রহস্যময় পরিচয়। মানুষের ভেতরের রহস্যময় বিচিত্র পরিচয় নিয়ে উপন্যাস” আনন”।
গল্পটা তরুণ বিজ্ঞানী ড. নেহাল আর তাঁর স্ত্রী নিনিশাকে ঘিরে। ঢাকা ঝিলপাড় গবেষণাগারে তাদের একটা ছোট্ট সাজানো ভালোবাসার সংসার। কিন্তু দুজন মানুষের গল্পটা দিয়ে শুরু হলেও সেই গল্পটা নিজের সীমানা ছাড়িয়ে যায়। সেটা আর দুজন মানুষের মধ্যে থাকেনা। পাতা উল্টাতে উল্টাতে গল্পটা হয়ে যায় সমাজ, দেশ অথবা আগামী পৃথিবীর। আলো আর অন্ধকারের যুদ্ধ। দুটো মানুষের সীমাহীন নিদারুণ কষ্টের বয়ান।
দুজন মানুষের গভীর ভালোবাসা, অসহায় নিয়তি সহ হাজার চরিত্রের ভেতর দিয়ে বয়ে যাওয়া একটি সমাজ, দেশ ও পৃথিবীর গল্প।
যে গল্পটা চেনা অনুভুতির মধ্য দিয়ে নিয়ে যাবে অচেনা পৃথিবীর পথে।পাঠকের হৃদয়ের অলিগলিতে ভালোবাসার আলাদা শিহরণ জাগাবে। পাঠকের মনোজগতে নতুন কিছু অভিজ্ঞতা দিয়ে যাবে। যা পৃথিবীতে বেঁচে থাকার লড়াইয়ে নিজ অস্তিত্বের পথকে সমৃদ্ধ করবে৷
#উপন্যাস ” আনন” #শিখা প্রকাশনী #স্টল ৫১৭,৫১৮,৫১৯,৫২০ #মুদ্রিত মুল্য ২৩০ টাকা ( ২৫% ডিসকাউন্টে কমবে)।